
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার এক দুবাই প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা নগদ ২ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, প্রবাসীর আকামা (কাজের অনুমতিপত্র), বিমান টিকিটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কাছিকাটা মসজিদের পূর্ব পাশে কাঁকসার গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম ইলিয়াস হোসেন।
খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরদিন বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, তদন্ত ইন্সপেক্টর শরীফ ইবনে আলম ও থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুবাই প্রবাসী ইলিয়াস হোসেন বলেন, “২৫ বছরের প্রবাস জীবনের সব অর্জন লুটে নিয়েছে ডাকাতরা। আমার স্ত্রী-মেয়ের ১৫ ভরি স্বর্ণ, শ্যালিকার অলংকার, নগদ টাকা, এমনকি বিদেশে কাজের আইডি কার্ড ও টিকিটও নিয়ে গেছে। ডাকাতরা আমার গলায় রামদা ধরে হুমকি দেয়, চিৎকার করলে মেরে ফেলবে।”
ওসি শহীদুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com