নেকবর হোসেন।।
কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামের দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকাল ৮ টায় লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও(রং বাড়ি) গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।
লাকসাম হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,সকালে দুইজন কাজের উদ্দেশ্য বের হয়ে লালমাইয়ের বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় সম্ভবত রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে দুজন মরে পরে থাকে। স্থানীয়দের কেউ লাঁশ দুটো দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাঁশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার আইসি মন্জুরুল আহসান ভূইয়া নিশ্চিত করে বলেন,লাঁশ দুটো পড়ে থাকতে দেখে স্থানীয়দের কেউ পুলিশকে খবর দিলে আমরা সেখানে গিয়ে লাঁশ থানায় নিয়ে আসি।লাঁশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে"।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com