নেকবর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় আবু তাহের(৩৫) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোর ৬টার দিকে বাজার সংলগ্ন ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের হাড়িশ্চর সর্দার বাড়ী মরহুম নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুব বেশী ভোর হওয়ায় ঘটনাস্থলে লোকজন ছিলো না। কিছুুক্ষণ পর লোকজন আসলে মৃত অবস্থায় মহাসড়কের পাশে দেখতে পায়। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ী ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয় নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com