মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী, কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একলাস উদ্দিনের দুই ছেলেরও করোনা পজিটিভ।
তিনি তারা নিজের ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
একলাস উদ্দিন ভূঁইয়া বলেন, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার দুই ছেলে বাসায় চিকিৎসা নিচ্ছে।
এর আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এখলাস উদ্দিন ভূঁইয়ার মেয়ে। আইনজীবী একলাস উদ্দিন গত বুধবার (৩১ মার্চ) করোনায় আক্রান্ত হওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com