কুমিল্লা নিউজ।।
কুমিল্লার বুড়িচংয় বর্ডার এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলাল খান (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ মার্চ) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
তার ভাই সোহেল খান জানান, আমার ভাই আলাল কৃষি কাজ করেন। পাশাপাশি বর্ডারের লেবারের কাজও করে। রাত দুইটার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় চিনি আনলোড করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমার ভাই মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা মানিসনা গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
সূত্র- জাগো নিউজ ২৪।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com