জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
আটক দুই জন হলেন- বুড়িচং উপজেলার ভারেল্লা গাঁরোচ গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তার (২০)। তারা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা জানান, ভারতীয় মানব চোরাকারবারি চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেন।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়।
অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com