
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা উপজেলার দড়ি ভাষানিয়া গ্রামের ১৪ বছর বয়সী সাজিদ নামে এক কিশোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কৃষ্ণপুর ব্রিজের পাশে ঘটে এ দুর্ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সাজিদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাজিদ কৃষ্ণপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় চিকিৎসক, স্বজন এবং উপস্থিত স্থানীয়রা গভীর শোক ও হতবাক হয়ে পড়েন। দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে দড়ি ভাষানিয়ায় কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। অল্প বয়সে সাজিদের মৃত্যু পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।
ঘটনার খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তে কাজ শুরু হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয়দের অভিযোগ, কৃষ্ণপুর ব্রিজ এলাকাটি অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। তারা দ্রুতগতির যান নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়ী চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com