হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ঊষা রানী ও শিল্পী রানী সাহা বলেন, ‘ভোর ৬টার দিকে বাজারের ইসমাইলের মুরগি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন আমরা সবাই মিলে পাশের নদী থেকে কলস ও বালতিতে ভরে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের ১০টি দোকান পুড়ে যায়।’
আগুনে ক্ষতিগ্রস্ত কসমেটিকস ব্যবসায়ী বাজারের শাহিন স্টোরের মালিক মো. হুমায়ুন কবির বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি, আগুনে আমার প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’
পুড়ে যাওয়া দোকানগুলো হলো হুমায়ুন মিয়ার কসমেটিকস দোকান, ছফিউল্লাহর মুদি দোকান, ইসমাইল মিয়ার মুরগির দোকান, অলী মিয়ার মুরগির দোকান, আবদুল হালিমের মুরগির দোকান, নজু মিয়া মুরগির দোকান, মন্টু সাহার মুদি দোকান, মো. আল আমিনের মুদি দোকান ও মো. ছফিউল্লাহর কসমেটিকস দোকানের গোডাউন।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান বলেন, ‘বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তৎক্ষণে ১০টি দোকান পড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতির পরিমাণ ২২ লাখ টাকা বললেও আমরা ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা দেখিয়েছি।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com