স্টাফ রিপোর্টার।।
নানা আয়োজনে কুমিল্লা আইনজীবী সমিতির ২০০২ ব্যাচের ২২ এডভোকেট আইন পেশায় ২০ বছর পূর্তি উদযাপন করেছে।
বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনের লাইব্রেরিতে আইন পেশায় ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেঁন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিগার সুলতানাসহ আইনজীবীগন।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট ইলিয়াস, এডভোকেট হোসেন,এডভোকেট শিরিন সুলতানা, এডভোকেট আকিদা জাহান, এডভোকেট অশোক কুমার জয়, এডভোকেট আহসান, এডভোকেট আঁখি, এডভোকেট রেবেকা, এডভোকেট জাহাঙ্গীর মো আনোয়ার এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট জসিম, এডভোকেট নজরুল, এডভোকেট কামাল চৌধুরী, এডভোকেট নাজমাসহ আরো অনেকে।
২০০২ সালের এই দিনে এই ২২ জন আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com