নিজস্ব প্রতিবেদক।।
বর্ণাঢ্য আযোজনের মধ্যে দিয়ে কুমিল্লা হাউজিং এস্টেটের সেকশন ১ এ আড়ং ডেইরির সেলস সেন্টার ও রিজিওনাল অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় কেক ও ফিতা কেটে সেলস সেন্টারটির উদ্বোধন করেন আড়ংয়ের ডিজিএম (সেলস) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন আড়ংয়ের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, মোঃ আতিকুর রহমান, সিনিয়র ম্যানেজার (ব্রাঞ্চ অপরেশন) মোঃ ইমদাদুল কায়েস, ম্যানেজার ( সেলস এডমিন) মোঃ বশিরুল উল্লাহ।
উদ্বোধন শেষে ন্যাশনাল সেলস ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, বছরের শুরুতে আমরা কুমিল্লায় ৪২ আড়ং ডেইরি সেলস সেন্টার উদ্বোধন করেছি।

এখন থেকে আড়ংয়ে উৎপাদিত সব ধরণের খাবার হাউজিং এস্টেট’র এই অফিস থেকে সারা কুমিল্লায় সরবরাহ করা হবে। আমরা বিশ্বাস করি আগের তুলনায় আমাদের সেবার মান আরো ভালো হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com