নেকবর হোসেন
বুধবার সকালে ঈদ উল আযহা'র নামাজ আদায় করে পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার সাবাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামে ফিরছেন সাজেদুল হক সাজু (৩০)। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী এলাকা থেকে আসলে লালবাগ নামক স্থানে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই ঝড়ে গেল বাবা-মেয়ের তাজা দুটি প্রাণ। নিহত সাজেদুল হক সাজু চৌদ্দগ্রাম উপজেলার কোমার ডোগা গ্রামের হুমায়ুন কবির এর ছেলে।
এ বিষয় সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, পবিত্র ঈদ উল আযহার দিন সকাল সাড়ে সাতটায় ঘটিকায় চট্টগ্রাম মূখী মোটরসাইকেল নং কুমিল্লা- হ- ১২-৪৪৮৪ এর চালক সাজেদুল হক সাজু(৩০), পিতা - হুমায়ুন কবির, সাং- কোমার ডোগা, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা ও তার মেয়ে খাদিজা আক্তার সাবা(৫) নিজ বাড়িতে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালবাগ এলাকার কিশোয়ান ফ্যাক্টরির সামনে একই মূখী মাঝারি কাভার্ডভ্যান নং- ঢাকা-মেট্রো-১১-২২৪৮ পিছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা ঘটনাস্থলে নিহত হয়। কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। গাড়ি আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com