সাকের আমেদ।।
কুমিল্লা সরকারী কলেজের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃমাসুদ আলম করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার (২০এপ্রিল) দুপুর ১ঃ৪০টায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৬) বছর । তিনি ২৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডােরের কর্মকর্তা ছিলেন। গত ৮ এপ্রিল তিনি করোনা পজিটিভ হন এবং ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার কারনে শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পাচঁ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গজারিয়া গ্রামে।মরহুমের লাশ নিজ গ্রাম গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যু কালে তিনি দুই ছেলে, স্ত্রী,ভাই বোন সহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে গেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com