মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার তদন্তে প্রাপ্ত ইমরান খন্দকার নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সে নগরীর সুজানগর এলাকার আবুল বাশারের ছেলে। গত রাত ১১ টার দিকে সদর উপজেলার আলেখার চর এলাকা হতে গ্রেপ্তার করা হয় তাকে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার দিন বিকাল ৪:৩০টার দিকে তার মামাতো ভাই জিসান ( এজাহার নামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে। সেখানে যাওয়ার পর ইমরান মামলার প্রধান আসামি শাহ আলমসহ, সাব্বির , জেল সোহেল, সাজেন, মাসুমসহ আরও দুই তিনজন লোক দেখতে পায়।
তারা তিনটি কালো ব্যাগে অস্ত্র,গুলি এবং হাত বোমা ভর্তি করছিলো। এসময় ইমরান এবং জিসান তাদেরকে ব্যাগ ভর্তিতে সহযোগিতা করে । পরে ব্যাগ তিনটি ইমরান এবং জিসানকে দিয়ে তারা পালিয়ে যায়। এরপর ইমরান এবং জিসান অস্ত্র গুলি বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকার তাজিহা লজ নামক বাসার ভিতরে ফেলে চলে যায়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com