মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের) লাকসামের চন্দনা বাজারের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মাকসুদুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঢাকা মুখী হিমাচল এক্সপ্রেস এর বাসের সাথে নোয়াখালী মুখী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দূর্ঘটনায় বাসটি খালে পড়ে যায়। এছাড়াও কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের উপর উঠে যায়।
দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ৭জন আহত হয়েছেন।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মাকসুদুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে আছি। কাভার্ডভ্যান চালক মারা গেছেন। তার পরিচয় এখনও পাইনি। কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com