 
     নিউজ ডেস্ক।।
নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের নামে মামলা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে নিহত অযিউল্লাহর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লক্ষণপুর ইউপির চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও সাত সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা করেন। মামলার স্বার্থে বাকী আসামিদের নাম বলা যাচ্ছে না। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, নিহত কৃষক অযিউল্লাহর মরদেহ মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com