নিউজ ডেস্ক।।
কুমিল্লায় জামায়াতের গণমিছিল থেকে ২৩ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, জামায়াত-শিবির নেতাকর্মীরা নগরীর লাকসাম রোড থেকে একটি মিছিল বের করে। মিছিল থেকে তাদের নাশকতা করার পরিকল্পনার ছিল। এ খবরে সন্দেহজন ২১ নেতাকর্মীকে আটক করি। এ সময় কোতোয়ালী থানার দায়িত্বরত পুলিশ আরও দুজনকে আটক করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। অন্য মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com