মো. জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১ কেজি ৯শত গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারি’কে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলোঃ ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন পূর্ব রায়পুর বটতলা গ্রামের মোঃ ইদ্রিস খান’র ছেলে মোঃ হাসান খান (২৩), কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর বিজয়পুর, ধরনীবন্দ গ্রামের মোঃ হিরণ মিয়া’র ছেলে মোঃ রিফাত হোসেন (২২) এবং জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গরী গ্রামের কুদ্দুস মিয়া’র ছেলে মারুফ হোসেন (১৯)।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।