মাহফুজ নান্টু।।
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের কর্মকর্তা খায়রুল বাশার খুনের ঘটনায় প্রধান আসামী মোঃ মহিউদ্দিন (২২) কে আটক করেছে র্যাব। শুক্রবার ভোররাতে নগরীর পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার বেলা ১২ টায় কুমিল্লা র্যাব ১১ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গত শুক্রবার (৩০ এপ্রিল) খুন হওয়া খায়রুল বাশারের মামলাটি ছায়া তদন্তে নামে র্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি খুনের মূল হোত মোঃ মহিউদ্দিন (২২) ভারতে পালিয়ে যাওয়ার জন্য পদুয়ার বাজারে অবস্থান করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে।
আটক মোঃ মহিউদ্দিন ( ২২) নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত আবদুল হকের ছেলে।
র্যাব আরো জানায়, ঘটনার দিন ৭/৮ জন হত্যায় অংশ নেয়। যার মধ্য মোটরবাইক থেকে নেমে প্রথমে ছুরি দিয়ে পায়ে আঘাত করে। পরে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
র্যাব কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আমরা আসামী মহিউদ্দিনকে বেলা সাড়ে ১২ টায় ডিবি কার্যালায়ে প্রেরণ করেছি। কুমিল্লা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনওয়ারুল আজিম জানান, আমরা আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় খায়রুল বাশার অফিস থেকে বাড়ী ফেরার পথে ইপিজেডের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
পরে স্থানীয়রা গুরুত্বর আহত খায়রুল বাশারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com