কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সাত বছর পর স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেন ও তার স্ত্রী নাছিমা আক্তার।
মামলার নথির বরাত দিয়ে আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১৪ জুলাই মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোসলে উদ্দীন সরকারের ছেলে মো. শামছুল আলম মনিরকে (৩৫) চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোসলে উদ্দীন বাদী হয়ে সাত জনের নামে ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
রফিকুল ইসলাম আরও বলেন, এই মামলার আসামি মো. আবু হাসান, মো. আব্দুর রশিদ, শরিফুল আলম চৌধুরী প্রকাশ ডালিম, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, মো. শরিফ, নজরুল, মো. রবিউল, মো. এনামুল হক, মো. রাসেল, মো. ইকবাল, মো. বাহাদুর ও মাহমুদ প্রকাশকে খালাস দেন আদালত।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com