ডেস্ক রিপোর্ট:
"নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি" এই স্লোগান সামনে রেখে কুমিল্লায় জাতীয় সেনিটেশন মাস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ৷
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার নাসরিন সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কেমিস্ট কানাই লাল দাস, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, পুলিশ পরিদর্শক (ডিএসবি) আবু ইউছুফ, মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান, পেইজের নির্বাহী পরিচালক লোকমান হাকিম৷
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com