নেকবর হোসেন।।
কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। তিন জনই বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। নিহত স্কুল ছাত্রীরা হল-মিম, তাসফিয়া ও লিমা।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যাচ্ছিলো। বিজয়পুর এলাকায় রেল লাইন পার হবার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রæতগতির একটি ট্রেনে তারা কাটা পড়ে। এসময় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ঘটনার জের ধরে এলাকাবাসী ভিক্ষোব্দ হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে।
ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ বাহিনী পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com