নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রেলওয়ে জংশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাকসাম রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের চাকার সঙ্গে আটকে যান অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। পরে ট্রেনটি থামলে জংশনের রেলওয়ের স্যানিটারি কার্যালয়ের সামনে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com