বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে এই দুর্ঘটনা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত ছাফর আলীর ছেলে অটোরিকশা চালক মোঃ জুলহাস মিয়া (৬০), একই গ্রামের আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), বুড়িচং উপজেলা ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের দৌলত খাঁন এর পুত্র মোঃ জালাল (৪০), জেলার দেবিদ্বার থানার ছগুরা গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৩), এছাড়া অপর নিহতের নাম মোঃ আলমগীর হোসেন (৪২), বাকী পরিচয় পাওয়া যায় নি। এছাড়া আহত ২ জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বেলাল জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।
এ ঘটনায় আহত হয় ২ জন। মরদেহ থানায় আছে। আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com