মো. জাকির হোসেন।।
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এস আই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামী জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিকমোড়া বাজার এলাকায় অবস্থান করছে।
এই খবরে শনিবার রাতে পুলিশের একটি দল ওই এলকায় অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন নামে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে মৃত আঃ লতিফের ছেলে।
রোববার দুপুরে আটককৃত আসামীকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।