সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় দায়িত্ব পালনকালে মোহাম্মদ মোকতার হোসেন (৩৮) নামের পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় হঠাৎ অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
মোকতার হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানার তালতলা গ্রামের মো. জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোকতার হোসেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন।
আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে কনস্টেবল মোকতার হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com