মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কুটুম্বপুর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত। সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলে ফেণী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।
তিনি আরো বলেন বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়ীতে যে তিনজন ছিলেন তারা নিহত হন।
ধারণা করা হচ্ছে, গিয়াস উদ্দিন ফরাজী নিজে গাড়িটি চালাচ্ছিলেন।
নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com