নেকবর হোসেন
কুমিল্লার বরুড়ায় ১৭ জুলাই শনিবার গভীর রাতে লাইজলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে থানা পুলিশ আটক করেছে।
জানা গেছে -শনিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় বরুড়া-লালমাইগামী সড়কের লাইজলা নামক স্থান থেকে এ ৩ জন ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার দেবিদ্ধার উপজেলার ওহেদপুর গ্রামের মজিবুর রহমান ভূইয়ার ছেলে মুন্না ভূইয়া (২৪), লক্ষিপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের আবদুল কাদেরের ছেলে সবুজ (৩০), চরপাগলা গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি সুইচ গিয়ার, ৩টি লোহার রড, ১১০ হাত সাইজের ২টি রশি ও ০১ টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ বিষয়ে বরুড়া থানায় পেনাল কোডে ৩৯৯/৪০২ ধায়ায় মামলা একটি মামলা হয়েছে।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার সাংবাদিকদের বলেন - পুলিশ সুপারের নিদ্দেশক্রমে বরুড়া থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে, এসময় ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। ডাকাতির মামলায় ৩জনকে আদালতে প্রেরন করা হয়েছে। চুরি-ডাকাতি বন্ধে থানা পুলিশ তৎপর রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com