নেকবর হোসেন।।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কালির বাজার এলাকা থেকে একটি পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০মে) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান এর নেতৃত্বে অফিসার ইনচার্জ তদন্ত কমল কৃষ্ণ ধর, এসআই কাইসার হামিদ, এসআই মফিজুল ইসলাম খাঁন, এসআই শেখ মহিউদ্দিন শেখ, এ এস আই দেলোয়ার হোসেন, এ এস আই আরমান হোসাইন সহ সঙ্গীয় ফোর্স কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ১নং কালিরবাজার এলাকা থেকে সন্ত্রাসী রাজু আহম্মেদ(২৫) কে একটি পিস্তলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের শফিউল্লাহর ছেলে রাজু আহম্মেদ। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ণিত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।রাজু আহম্মদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com