কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭জুন) সাড়ে ১১ টায় পাসপোর্টে অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
এই সময় ২৪ টি পাসপোর্ট, নগদ ২৭ হাজার ২শ টাকা, প্রভাষক ও চেয়ারম্যানের নকল সীল জব্দ করে। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার) এ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলেন, সদর উপজেলার নোয়াপাড়া এলাকার বাশারুল ইসলাম বাবুলের ছেলে সাহেদ ইসলাম পলাশ (৩০), একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোঃ ওলি উল্লাহ(২০), হাজীর বাড়ির মানিক মিয়ার ছেলে মোঃ সাইম আল মামুন (১৯)।
প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তির কুমিলা নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাসপোর্টসহ তিনজকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com