কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে ‘ফিল্মি স্টাইলে’ প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার (২০ আগস্ট) রাত ১০টায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিহতের মা শাহানার বেগম বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ৩০ জনের নাম উল্লেখ ও আরও ৬/৭ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন নিহতের মা। আমরা ঘটনা তদন্ত করছি। কয়েকজনকে আটক করেছি। আগামীকাল তাদের আদালতে তুলবো।
শুক্রবার বিকাল পাঁচটায় কুমিল্লার কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় জড়িতরা সবাই কিশোর।
নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার হোমিও কলেজের ডান পাশের গাংচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকার চালক মো. শাহ আলম ভূইয়ার ছেলে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com