দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ফুটবল খেলার অনুশীলনের সময় এক কলেজছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইলেটগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. সানাউল্লাহ (২৪)। তিনি চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। তিনি চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সানাউল্লাহ দ্বিতীয় ছিলেন।
সানাউল্লাহর চাচাতো ভাই মো. হানিফ বলেন, মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে সানাউল্লাহ ফুটবল খেলার অনুশীলন করতে আসেন। অনুশীলনের একপর্যায়ে অজ্ঞাত কারণে খেলার মাঠে লুটিয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়েরা সানাউল্লাহকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাতুন নেছা বলেন, ময়নাতদন্ত ছাড়া প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা খুবই কঠিন।
ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষণ দেন কোচ সমীর দত্ত। তিনি বলেন, জরুরি কাজে কিছু সময় খেলার মাঠের বাইরে ছিলেন, এ ফাঁকে এ ঘটনা ঘটে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com