কুমিল্লা প্রতিনিধি
জিয়াউর রহমানের মত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলো।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর বাদুরতলা ধর্মসাগড়পাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা কাউসার জামান বাপ্পি।
কুমিল্লা কোতয়ালী বিএনপির সভাপতি এডভোকেট আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমীরুজ্জআমান আমীর, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক রেজাউল কাইয়ূম, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ভিপি মামুন, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারন সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি নিয়াজ উদ্দিন রিয়াদ, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন শিবলুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এর আগে সকালে জেলা-উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলনসহ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে এতিমখানার শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com