মাহফুজ নান্টু।।
পূনরায় বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনিকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রিকেট কমিটি।
সোমবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন বলেন, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ভাই পূণরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্যরা আনন্দিত। এ উপলক্ষে আমরা সাইফুল আলম রনি ভাইকে অভিনন্দন জানিয়েছি। উনার হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়েছি।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে জেলা ক্রিকেট কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ভাইয়ের সভাপতিত্বে আমরা আগামীতে কুমিল্লার প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন, বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়াও কাউন্সিলর কাপসহ অন্যান্য ফরমেটের ক্রিকেট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আশাকরি সাইফুল আলম রনি ভাইয়ের নেতৃত্বে কুমিল্লার ক্রিকেটে একটি স্বর্ণযুগ সৃষ্টি হবে।
এদিকে পূণরায় বিসিবির কাউন্সিলর হওয়ায় অনুভূতি ব্যক্ত প্রসঙ্গে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন যে কোন স্বীকৃতি কাজের উৎসাহ সৃষ্টি করে। কুমিল্লা ক্রিকেট নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। এখন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটিতে একঝাক মেধাবী সদস্য রয়েছে। আশাকরি চমৎকার কিছু করতে পারবো।
সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কমিটির সদস্য ফখরুল আলম উল্লাস, সৈয়দ সুলতান কাদরিয়া জিতু, প্রবীর রঞ্জন দে, জাহিদুল ইসলাম, সাইব বাপ্পি, কাউছার জামান কায়েস, ওয়াসেল আহমেদ, কামাল আহমেদ, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস, জেলা ক্রিকেট কমিটির সদস্য জাবেদ হাশমী চৌধুরী, আবুল কালাম আজাদ, ইকবাল আহমেদ ও মাহির শাহরিয়ার।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com