নিউজ ডেস্ক।।
রাস্তা পাড়াপাড়ের সময় কুমিল্লা সদরের শাসনগাছা ফোরকানিয়া মাদ্রাসার হাফেজিয়া নাজেরা বিভাগের সুলতান (১০) নামে এক শিক্ষার্থী বেপরোয়া সিএনজির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বুধবার বিকেল আনুমানিক ৫টায় বুড়িচং শাসনগাছা সড়কের মাহাজনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শাসনগাছা মোল্লাবাড়ির আব্দুর রউফ এর বড় ছেলে।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে শাসনগাছা বুড়িচং সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘাতর সিএনজি চালক ব্রাহ্মণপাড়া ডগড়াপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে পরান (৪০) কে আটক করেছে স্থানীয়রা।
এবিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com