মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার ব্যবসায়ী শাহ জিলানী সুজন হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে নিহত জিলানীর বোন লায়লা পারভীন বলেন, গেল ১২ সেপ্টেম্বর বালু ব্যবসায়ী ঠাকুরপাড়া এলাকার মরহুম সুবেদার আব্দুল মতিনের ছেলে ব্যবসায়ী শাহ জিলানী ছোটনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় টমছমব্রীজ এলাকার মহিবুবুর রহমান রিপন ও তার সহযোগিরা।
পরে টমছমব্রীজ এলাকায় নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। ২৫ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিলানী। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা দায়ের করা হয়। জিলানী হত্যার দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী করছি।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বোন নুসরাত জাহান, লায়লা পারভীন, শাহনাজ পারভীন, চাচাতো ভাই শওকত আলম ছোটনসহ অন্যান্যরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com