গোলাম কিবরিয়া।।
কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলার আশাবাড়ি এলাকায় মাদক সেবন করতে আসা ৭ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়িতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় কুমিল্লা শহর থেকে আশাবাড়িতে মাদকসেবন করে ফিরে যাওয়ার সময় ৬ জনকে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত।
এর মধ্যে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হন মোঃ ফাহাদ (২৭), শুভ সরকার(২৪), তানভীর হাসান (২৩), আজহারুল ইসলাম (২৪), রাশিন সালেহীন (২৬)। সাইফুল আলম তানভীর (২৫) কে ২ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া ব্রাহ্মণপাড়ার আশাদুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে একই অপরাধে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com