কুমিল্লা নিউজ ডেস্ক।।
কোরবানির পশুর মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে কুমিল্লা শহরের বাসায় ফিরছিলেন চাচা–ভাতিজা। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন দুজনই।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও একজন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মাকসুদুর রহমান (৩৮) ও ফাহাদ (৮)। মাকসুদুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছেলে এবং ফাহাদ সফিকুর রহমানের বড় ছেলে ইতালিপ্রবাসী মো. রিপনের ছেলে।
মো. মাকসুদুর রহমানের চাচা মাওলানা মো. শাহ আলম জানান, মাকসুদুর ভাতিজা ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে নবীপুর গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরের বাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় দুজন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com