কুমিল্লায় অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের ২০টি শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৩ মার্চ) রাত ৩টায় জেলা সদরের অদূরে ময়নামতি নিশ্চিন্তপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের বরাত দিয়ে ময়নামতি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান রুবেল বলেন, একটি দোকানে ব্যাটারি চার্জ দেয়া ছিল। ধারণা করা হচ্ছে, ওই দোকান থেকে আগন লেগে তা কিছু সময়ের মধ্যে পাশের ২০টি দোকানে ছড়িয়ে পড়ে। কয়েকটি দোকানে জ্বালানি তেল থাকায় আগুন তীব্র আকার ধারণ করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে কুমিল্লা, ইপিজেড, চান্দিনা, সদর দক্ষিণ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকার মতো।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com