কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার পথে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুস ভূইয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর এলাকার ব্র্যাকের মোড় (কল্পবাস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস ভূইয়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ এলাকার মুতি ভূইয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আবদুল কুদ্দুস ভূইয়া তার মেয়ের জন্য পাত্র দেখতে সিএনজি যোগে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচংয়ে যাচ্ছিলেন।
সিএনজিটি উপজেলা সদর এলাকার ব্র্যাকের মোড় (কল্পবাস) এলাকায় প্রবেশ করলে বিপরীতগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা আবদুল কুদ্দুস ভূইয়া মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মধুমতী হসপিটালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এবং অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com