মাহফুজ নান্টু।।
কুমিল্লায় হয়ে গেলো বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আজ শনিবার সকাল আটটায় ম্যারাথন দৌড় উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দীন বাহার।
কুমিল্লা সেনা নিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির হাসান।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সাথে উপস্থিত সকলে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আগত অতিথীরা ফিতা কেটে দৌড় উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি আরফানুল হক রিফাত, স্থানীর সরকার কুমিল্লা অঞ্চলের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সরদার।
কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাজমুল আহসান ফারুক রোমেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
সকাল সাড়ে ৮ টায় গোমতী নদীর শেখ কামাল ক্রীড়া পল্লী থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড়ে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ম্যারাথন দৌড়টি ৫ কিঃমিঃ দূরে সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় শেষ হয়।
পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com