মাহফুজ নান্টু।।
যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আবু নাইম(৪৫)। তার বাড়ি বুড়িচং উপজেলার সোন্দ্রম এলাকায়।
সোমবার বেলা পৌনে ১১ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার ফরিজপুর ( ইংরেজ কবরস্থান) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার পৌনে ১১ টায় সিলেটমূখী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লামূখী সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আবু নাইমসহ ৬ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু নাইমকে মৃত ঘোষণা করেন।
ওসি আকুল আরো জানান, মরদেহ থানায় আছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে থানায় আনা হয়েছে। বাসের চালকসহ আহত আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com