স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় যুবলীগের উদ্যােগে এতিমখানা ও মাদ্রাসায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ করা হয় দারুল আমান হাতেমিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা, শিমড়া হুব্বুন্নাবী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়।
কুমিল্লা যুবলীগসূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিল ভাইয়েরএর আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী শীতবস্ত্র বিতরণের উদ্যােগে নেয়া হয়। তারই অংশ হিসেবে বুধবার দিনভর শীতবস্ত্র বিতরণ করা হয়।
যুুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু বলেন, বছরজুড়ে যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় নানা রকম সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। তারই অংশ হিসেবে বুধবার শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা গাজী মনির মোঃ জালাল উদ্দিন, গোলাম ফারুক রুবেল ,সেলিম; আক্তার হোসেন, রাসেল, শরীফ প্রমূখ।