নেকবর হোসেন।।
কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির অভিযোগে দুই দোকানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই দোকানে লুকিয়ে রাখা ৩৪ লিটার তেল জব্দ করা হয়েছে।
কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‘সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করা হচ্ছিল এবং লুকিয়ে রেখে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে- এমন খবরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে লুকিয়ে রাখা ঘষামাজা করা কিছু তেলের বোতল উদ্ধার করি। পরে উদ্ধার করা বোতলগুলো কুমিল্লার একটি এতিমখানায় হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোনও মহল যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে- ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com