কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা আনন্দনপুর গ্রামে স্বামীর অবর্তমানে গৃহবধুর বাড়ীতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীরা গৃহবধুকে হত্যার চেষ্টা ও বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট চালায়। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নানকরা, আনন্দপুর গ্রামের জাহিদ হাসানের সাথে একই এলাকার মনির, মহসিন রেজা, ইয়াছিন, রায়হান, জাহাঙ্গীর ড্রাইভার ও হোসেন মিয়ার পূর্ব বিরোধ চলে আসছিলো। গত বুধবার জাহিদ হাসান ব্যবসায়ীক কাজে ভারতে গেলে ওই দিন রাত ৯ টায় প্রতিপক্ষের লোকজন জাহিদ হাসানের বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী খাদিজা আক্তার কুলসুমকে হত্যার চেষ্টা চালায়। হামলাকারীরা এসময় বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট করে।
পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারের ফোন দিলে পুলিশ আসার পূর্বে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন খাদিজা আক্তার কুলসুম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com