নেকবর হোসেন।।
কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলার লালমোহন উপজেলার মোতালেব মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) ও পাবনার ভেড়ামারা উপজেলার মৃত দিলদার শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখাচর হোটেল মিয়ামি রির্সোট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল ও সাইফুলকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে তিনি জানান।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি আনোয়ারুল আজিম জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com