মো. জাকির হোসেন।।
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আলী নেওয়াজ(৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী মডেল ধানাধীন টিক্কারচর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ আবদুল খালেক সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উল্লাহ, শিমুল পারভেজসহ পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকার নিপা ফার্নিচার এন্ড নকশা ঘর নামীয় দোকানের সামনে চকবাজার টু টিক্কারচর ব্রিজগামী পাক রাস্তার উপর অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা ও ১ টি পুরাতন সিএনজি অটোরিকশা সহ আলী নেওয়াজ নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
সে কোতয়ালী মডেল থানা এলাকার দক্ষিন শরীফপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।