মাহফুজ নান্টু।।
মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে ঘর পেলো ৫৩ টি গৃহহীন পরিবার। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নতুন ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেয়া হয়।
গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
নতুন ঘর পেয়ে আনন্দিত হাজেরা বেগম। আনন্দে চোখে পানি। অনুভূতি ব্যক্ত করে হাজেরা বেগম বলেন এহন আর রাস্তা ঘাটে ঘুমাইতাম না। অহন নিজের ঘরে ঘুমাম।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, দ্বিতীয় পর্যায়ে আদর্শ সদর উপজেলার জন্য ১০২ টি ঘরের বরাদ্দ আসে। আমরা ৫৩ টি ঘর তৈরী করে গৃহহীনদের হাতে তুলে দিয়েছি। বাকিগুলো কাজ শেষ করে পর্যায়ক্রমে বাকি গৃহহীনদের মাঝে তুলে দেয়া হবে।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আমিনুল ইসলাম টুটুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও গৃহবিহীন থাকবে না। তিনি তার কথা রেখেছেন। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি। পর্যায়ক্রমে সবাই ঘর পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) একেএম ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়া বকুলসহ অন্যান্যরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com