নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে এক শিক্ষার্থীকে অপহরণের সময় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগরীর টমছমব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর ইবনে তাইমিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাজিদ তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে পুলিশ পরিচয়ে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত নামের এক যুবক।
এ সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় এক ফল ব্যবসায়ী এগিয়ে এসে রাহাতের পরিচয় জানতে চাইলে সে পুলিশের লোক বলে জানায়। পরে আইডি কার্ড দেখতে চাইলে সে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা তাকে ধাওয়া করে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ট্রাফিক পুলিশের হাতে সোপর্দ করে।
টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তোফায়েল আহমেদ বলেন, পুলিশ পরিচয়ে ইবনে তাইমিয়া স্কুলের একটি শিক্ষার্থীকে অপহরণের সময় স্থানীয়দের সহযোগিতায় রাহাত নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং স্কুল ছাত্রকে তার পরিবারের হাতে তোলে দেওয়া হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com