মনোয়ার হোসেন।।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের গাড়ী ভাঙচুর ও সমর্থিত নেতাকর্মীদের মারধর করেছে দুর্বিত্তরা। গতকাল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউপি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের জেরে গাড়ি ভাঙচুর করেছে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্থানীয় কয়েকজন। দীর্ঘদিন যাবৎ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মনোনয়ন প্রত্যাশী এবং নেতাকর্মীদের মুখে মুখে। অভিযোগ আছে এক ইউনিয়নে চার-পাঁচ জন প্রার্থীর কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন। ভুক্তভোগী নেতাকর্মীরা তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর জেলা আওয়ামীলীগের এক সদস্য জানান,  গত বছরের ২৯ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন।
দৌলতপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে ওই ইউনিয়নের একজন মনোনয়ন প্রত্যাশী ও তার লোকজন উনার কাছে টাকা ফেরত চায়। উনি টাকা ফেরত দিতে অস্বীকার করলে উনার গাড়ি ভাঙচুর করে।
হামলার স্বীকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন জানান, দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে গেলে উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বসির উল্লাহ মিয়াজী কে খোঁজার জন্য স্থানীয় কয়েকজন ধাওয়া করে। না বুঝে আমার গাড়ী ও আমার সাথে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। মনোনয়ন বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামীলীগের এই নেতা অভিযোগ অস্বীকার করেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, মৌখিক ভাবে বিষয়টি শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ করে নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com