গোলাম কিবরিয়া।।
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কুমিল্লা উত্তর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক তাছলিমা চৌধুরী সিমিন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দুজনকে; তারা হলেন শাহিদা আক্তার সাকি ও শাহিদা ইসলাম ডলি।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এর ২০ জুলাই ২০২২-এ স্বাক্ষরিত এবং ০১ আগস্ট ২০২২ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সদ্য ঘোষিত কমিটিতে ৪৪ জনকে সদস্য করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলার যুব মহিলা লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। আরও অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com